জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটি থেকে ২৯ জনের পদত্যাগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ০২
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০: ৫৯

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত ওই কমিটি থেকে কয়েক ঘণ্টার মধ্যেই ২৯ সদস্য পদত্যাগ করেছে।

জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম ২০২৫ সালের ১১ নভেম্বর ৪১ সদস্যের এ কমিটি অনুমোদন করেন। যুবশক্তির মুখ্য সমন্বয়ক ফরহাদ সোহেল অনুমোদিত কমিটিতে সুপারিশ করেন।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই ফেসবুক স্ট্যাটাস ও সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষিত কমিটির একে একে ২৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত জানান, কমিটি ঘোষণার পর প্রথমেই তিনি পদত্যাগ করেন। আরাফাত দাবি- তার পরপরই যুগ্ম সদস্যসচিব–১ ব্যতীত অন্য সবঘোষিত যুগ্ম সদস্যসচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠ পর্যায়ের নেতারা উপেক্ষিত হয়েছে।

এ বিষয়ে একাধিক পদত্যাগকারী জানান, তারা সংগঠনের প্রতি অনুগত থাকলেও ন্যায়বিচারহীন এই কমিটিতে থেকে তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়। আরও জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা কমিটির ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত অভিযোগ করেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে, তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই। তিনি আরও বলেন, ৪১ সদস্যের কমিটি থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৯ জন পদত্যাগ করেছে। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব। এটা আমাদের প্রতিবাদ। আমরা কথা ও প্রতিবাদ চালিয়ে যাব।

এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন ইমরান বলেন, নোয়াখালীতে বসে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি হলে ঠিক হতো। ঢাকায় বসে চাকরির ভাইবার মত ব্যক্তিগত পছন্দের কমিটি দেওয়া হয়েছে। ফলে অনেকে প্রত্যাশিত পদ না পাওয়ায় ক্ষোভের ক্ষোভের কারণে পদত্যাগ করছেন।

এ নিয়ে জানতে চেয়ে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি। তবে ঘোষিত নোয়াখালী কমিটির আহবায়ক নুর আলম মাহমুদ রিপন পদত্যাগের বিষয়ে নিশ্চিত করে জানান, এটি কেন্দ্রীয় কমিটির বিষয়। এই মুহূর্তে আমি ঢাকায় আছি। আগামী শুক্রবার এ নিয়ে সকলের সাথে নোয়াখালীতে আলোচনা হবে, পরবর্তীতে তা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত