আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপ, আগুনে ঘি ঢালার মত: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপ, আগুনে ঘি ঢালার মত: সাইফুল হক

শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মত।

রোববার বিকেলে শেরপুর পৌর টাউন হল মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলনে এই নিন্দা জানান তিনি।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। আইএমএফের পরামর্শে নেয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে তারা রাখতে পারছে না। সরকার তার কাজের অগ্রাধিকার ঠিক করতে পারছে না। সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহ্বান জানান এবং স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি না করতে পরামর্শ দেন তিনি।

গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন যাতে বিসর্জনে পরিণত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন