জুমার নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দোয়া ও মোনাজাত করেন। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন। অনেকের চোখে অশ্রু, কণ্ঠে ছিল ‘আমীন, আমীন’ ধ্বনি। জুমার পর থেকেই কবর জিয়ারত ও দোয়ার কার্যক্রম শুরু হয়। উপস্থিত ব্যক্তিরা পর্যায়ক্রমে কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া শেষে তুরাগ থেকে আসা মো. সজীব চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া যে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজায় তিনি অংশ নিয়েছিলেন এবং প্রথম শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর কবর জিয়ারত করে তার মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছেন।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারল না ৯টি ফ্লাইট