আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুড়িগঙ্গা রক্ষায় জামায়াতের এমপি প্রার্থীর নেতৃত্বে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বুড়িগঙ্গা রক্ষায় জামায়াতের এমপি প্রার্থীর নেতৃত্বে মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান-এর নেতৃত্বে শুক্রবার সকালে রাজধানীর ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর তীরে ‘বুড়িগঙ্গা নদী রক্ষায় মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতন নাগরিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ, দখলমুক্তকরণ ও নদী পুনরুদ্ধারে জনসচেতনতা সৃষ্টি করা।

ড. আব্দুল মান্নান বলেন,বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার প্রাণ। অথচ অবহেলা ও দূষণে আজ এটি মৃত্যুপথযাত্রী। আমরা চাই নদী পুনরুদ্ধারের জন্য সরকারের কার্যকর উদ্যোগ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরও বলেন, বুড়িগঙ্গা বাঁচলে পুরান ঢাকা বাঁচবে, আর পুরান ঢাকা বাঁচলে আমাদের ঐতিহ্য ও অর্থনীতি বাঁচবে। এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের সবার অস্তিত্ব রক্ষার দাবি।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নদী রক্ষায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন ও কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।

মানববন্ধনে “বুড়িগঙ্গা বাঁচাও, ঢাকা বাঁচাও”, “আর নয় দূষণ, ফিরিয়ে দাও নদীর জীবন” ইত্যাদি শ্লোগানে নদীতীর জুড়ে প্রতিধ্বনিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন