বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে দলীয় সিদ্ধান্তে অব্যাহতি দেওয়ার ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উৎকণ্ঠা, ঠিক সেই মুহূর্তে মানবিকতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি আবদুল জব্বার মৃধার পাশে থাকার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বার্তায় ড. মাসুদ বলেন—“মহান আল্লাহ রাব্বুল আলামীন আপনার অন্তরে প্রশান্তি দান করুন। আল্লাহ তাঁর দয়া, অনুগ্রহ ও নিরাপত্তার চাদরে আপনাকে এবং আপনার পরিবারকে আবৃত করে রাখুন।”
ড. মাসুদ তার বার্তায় আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও যোগ্যতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি সবসময় বাউফলবাসীর পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও বাউফলবাসী তার পাশে থেকে তাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ।
তিনি আরও উল্লেখ করেন, আবদুল জব্বার মৃধার সততা, দক্ষতা ও নিষ্ঠা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে নিবেদিত থাকবে—এমন প্রত্যাশাই তিনি করেন।
রাজনৈতিক বিভাজনের এই কঠিন সময়ে ড. শফিকুল ইসলাম মাসুদের এই বার্তা শুধু একজন নেতার প্রতি সমর্থন নয়, বরং এটি মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত—যা বাউফলের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অবস্থান প্রমাণ করে যে আদর্শ ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতি করলে বিভেদ নয়, বরং মানুষের হৃদয় জয় করা সম্ভব।
উল্লেখ্য, আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত একটি প্যাডে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধাকে অব্যাহতি প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

