আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজ সিকদারের মতো হাদি হত্যার বিচারও যেন ঝুলে না যায়

স্টাফ রিপোর্টার

সিরাজ সিকদারের মতো হাদি হত্যার বিচারও যেন ঝুলে না যায়
সিরাজ সিকদার হত্যা দিবসে আপ বাংলাদেশের আলোচনা সভা। ছবি : আমার দেশ

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেছেন, সিরাজ সিকদারের মতো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারও যেন ঝুলে না যায়।

শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজ সিকদারের হত্যা দিবসে ‘সিরাজ সিকদার: রাষ্ট্র, ভিন্নমত ও হত্যার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নাঈম আহমাদ বলেন, ভারতে পালাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন তার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে অসংখ্য খুনের সঙ্গে জড়িত ছিলেন; তেমনি তার পিতা শেখ মুজিবুর রহমানও তার বাকশালি শাসন টিকিয়ে রাখতে অসংখ্য গুম, খুন ও ক্রসফায়ারে যুক্ত ছিলেন। বিদেশে বসে তার পুত্র সজীব ওয়াজেদ জয় যেসব বক্তব্য দিচ্ছেন, তা দেখেই বোঝা যায় তিনিও খুনের নেশায় মত্ত।

তিনি বলেন, ১৯৭৫ সালের ২ জানুয়ারি সর্বহারা পার্টির নেতা বিপ্লবী সিরাজ সিকদার শেখ মুজিব সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে প্রথম আলোচিত হত্যাকাণ্ড এবং প্রথম ‘ক্রসফায়ার’। তবে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা যেমন ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারেনি, তেমনি সিরাজ সিকদারের হত্যার পরও শেখ মুজিবুর রহমান বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেননি।

শেখ পরিবারের ক্ষমতায় টিকে থাকার দুটি প্রধান অবলম্বন ছিল মন্তব্য করে তিনি বলেন, প্রথমত, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে ভিন্নমতকে দমন করা। দ্বিতীয়ত, দিল্লির সাম্রাজ্যবাদী শক্তির প্রশ্রয়ে বাংলাদেশে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা চালানো। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ যেভাবে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, শেখ পরিবারের অপরাজনীতি ও সন্ত্রাসী তৎপরতার কারণে তা সম্ভব হয়নি।

নাঈম আহমাদ সতর্ক করে বলেন, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগ যেন দেশের রাজনীতিতে ফেরার সুযোগ না পায়। বিভিন্ন দলের ব্যানারে এবং স্বতন্ত্রভাবে অনেক আওয়ামী সন্ত্রাসী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছে, এদের প্রতিহত করতে হবে।

হাদি হত্যায় সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, দেশে চলমান উত্তেজনা, বিশেষ করে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা থাকার সম্ভাবনা থাকতে পারে। সিরাজ সিকদারের হত্যাকাণ্ডের বিচার যেমন কোনো সরকার করেনি, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারও যেন ঝুলে না যায়; সেদিকে দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন সুলতানা ইরার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ ও তৌসিব মাহমুদ সোহান, প্রচার ও জনসংযোগ কমিটির সদস্য মো. ইমরান হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন