আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা–১০ আসনে জামায়াত প্রার্থীর মোটরবাইক শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

ঢাকা–১০ আসনে জামায়াত প্রার্থীর মোটরবাইক শোভাযাত্রা

জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে রাজধানীতে মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের নেতৃত্বে এবং ঢাকা–১০ আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক নুরুন্নবী মানিকের পরিচালনায় শুক্রবার সকালে ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে থেকে মোটরবাইক শোভাযাত্রাটি শুরু হয়। এটি ধানমন্ডি, ঝিগাতলা, কলাবাগান, নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ঢাকা–১০ আসনের সব থানা আমির, সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শোভাযাত্রায় অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ, আমানতদার ও যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করার বিকল্প নেই।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন