নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, শামীম ওসমানের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার নামে গত বছরের ২৬ আগস্ট দুটি পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও, তারা সময় বৃদ্ধির জন্য কোনো আবেদন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলও করেননি।
এ কারণে ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

