রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের একটি টিম মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শফিকুর রহমান বিরুদ্ধে মোহাম্মদপুর থানার একটি চাঁদাবাজি মামলার রয়েছে। এছাড়াও তিনি জুলাই গণহত্যার মামলার আসামি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

