আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

জনস্রোতের মধ্যদিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। পথে পথে হাজারো নেতাকর্মী ও সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাব ও সিএসএফের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে বহরটি।

এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...