জনস্রোতের মধ্যদিয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। পথে পথে হাজারো নেতাকর্মী ও সমর্থক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানান।
গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাব ও সিএসএফের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে বহরটি।
এ সময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

