আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুপুরে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

দুপুরে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ছাড়ার পথে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে দলটি। বুধবার বাদ জোহর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন। এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন যোগ দেবে কি না, সে বিষয়ে দুপুরের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিসে শুরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রকম মতামত এসেছে। সেই মতামতগুলো বিশ্লেষণ করা হবে। এই আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ১১ দলীয় সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, না, তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে আরো ইসলামি দল আছে, তাদের ভূমিকা কী হয় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...