জামায়াত আমিরের সঙ্গে ছবি শেয়ার করে যা বললেন বিএনপি নেতা অসীম

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২০: ৩২
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ২০: ৩৮

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের নামাজে জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ অনেকেই।

জানাজা নামাজ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক নেতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের সাথেও সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের চারটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে অসীম লেখেন, Amere-E-Jama’at, Dr. Shafiqur Rahman doesn’t forget to greet. (আমিরে জামায়াত ড. শফিকুর রহমান শুভেচ্ছা জানাতে ভুলেন না)

বিজ্ঞাপন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও। বিএনপি নেতা অসীম তার ছবিও শেয়ার করেছেন।

রোববার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন গুলশান আজাদ মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত