নির্বাচনে বিলম্ব করার যৌক্তিক কারণ নেই: রিজভী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৬: ০৭
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭: ২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বিলম্ব করার কোনো যৌক্তিক কারণ নেই। বিলম্বের ফলে দেশে অগণতান্ত্রিক শক্তির পুনরুজ্জীবনের আওয়াজ শোনা যাচ্ছে। তারা অডিও-ভিডিও মাধ্যমে হিংস্র বক্তব্য প্রচার করছে, লকডাউনের হুমকি দিচ্ছে, বিদেশ থেকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে—এসবের ছায়া ইতোমধ্যেই দৃশ্যমান।

বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘জিয়াউর রহমান আর্কাইভ’ প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, লক্ষ্য করছি, কিছু মিডিয়া নির্দিষ্ট কিছু ঘটনা প্রচার করে নিষিদ্ধ ঘোষিত দলগুলোর হিংসাত্মক কর্মকাণ্ডকে ফলাওভাবে তুলে ধরছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক আন্দোলনশক্তি সমর্থন করলেও সরকারের ভেতরেই দু-একটি ‘ভূত’ সক্রিয় রয়েছে—যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, যারা গণতন্ত্র বা স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার প্রকৃত স্পিরিটকে ক্ষুণ্ণ করেছে, তাদের বিরুদ্ধে ছিল জনগণ ও সৈনিকদের সম্মিলিত প্রতিক্রিয়া—৭ই নভেম্বরের বিপ্লব। এর মহানায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখনই আমরা সংকটে পড়ি, ৭ই নভেম্বরের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে। আমাদের জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানও ছিল সেই চেতনারই বহিঃপ্রকাশ।

রিজভী আরও বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে—তাহলে আসল কাজটি সম্পন্ন হবে। সব প্রস্তুতি হয়েছে, কিন্তু ‘বিয়ে’ এখনো সম্পূর্ণ হয়নি—এই অবস্থায় কথা চলছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন প্রণয়ন ও সংসদীয় প্রস্তুতি জরুরি। সংসদ নির্বাচন আগে না হলে আইনগত প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে?

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট শক্তির নিষ্ঠুরতার চেহারা অনেক আগেই স্পষ্ট হয়েছে। তারা রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে বাসে আগুন দেয়া, মানুষ পুড়িয়ে হত্যা—এমন জঘন্য কাজ করেছে। বিরোধীদের ওপর এসব দায় চাপানো হলেও আমরা প্রমাণ করেছি—এসব সরকার পরিকল্পিতভাবে ঘটিয়েছে। কুমিল্লা, রংপুর ও ঢাকায় বাসে আগুনের ঘটনাগুলো তারই অংশ। এখন আবার একই ধরনের সহিংসতা শুরু হচ্ছে—ময়মনসিংহে একজন মিনিবাস চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

রিজভী বলেন, দেশে টাকার অভাব নেই—বিভিন্ন ব্যাংক থেকে পাচার করা টাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এসব অর্থনৈতিক অনিয়মের মাধ্যমে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার পাঁয়তারা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত