আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার চলে যাওয়ায় মানুষ মর্মাহত

স্টাফ রিপোর্টার

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার চলে যাওয়ায় মানুষ মর্মাহত
ছবি: ভিডিও থেকে নেয়া

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব আ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

সদ্য প্রয়াত বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার জানায় স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হওয়ার কারণ ব্যাখা করতে গিয়ে বিএনপি'র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার প্রতি মানুষের ভালোবাসার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে কখনো আপোস করেননি।

বিজ্ঞাপন

দেশের স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি। তার সমস্ত জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্য সংগ্রাম, লড়াই করেছেন। কারা ভোগ করেছেন। তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো এই দেশ ছেড়ে চলে যাননি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা- এটায় সমস্ত মানুষকে আলোড়িত করেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল- সেই সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। সেই কারণে দেশনেত্রীর আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে।

সেখান থেকে মানুষ এই আশা নিয়ে গেছে যে আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে তারা বিজয়ী করবে।

তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন। সেই দর্শন খালেদা জিয়া তুলে ধরেছিলেন। স্বাধীনতা-সার্বভৌমত্বের পতাকাও তিনি তুলে ধরেছিলেন।

একইভাবে তারেক রহমানও সেই পতাকা তুলেই ধরবেন। জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। দেশ রক্ষা করার জন্য কাজ করবেন, দেশকে সুসঙ্গত করবেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন-এটাই মানুষের প্রত্যাশা

খালেদা জিয়ার না থাকা আগামী নির্বাচনে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে জনগণের ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে। সেই ইমোশন নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তা দলকে আরো বেশি শক্তিশালী করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন