আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশ বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই

স্টাফ রিপোর্টার

দেশ বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ও বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “এই দেশকে আবার ভালো পথে নিতে হলে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার, আর সেই সরকার গঠন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার ১৭ জানুয়ারি রাজধানীর বনানীতে ঢাকা ১৭ আসন বিএনপির নির্বাচনি কার্যালয় তাতী দলের সাথে এক মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আপনারা যদি সত্যিকারের ভোটার হন, তাহলে আপনাদের ভোট আমরা অবশ্যই পাবো। শুধু নিজের ভোট নয়—পরিবারের সদস্যদের ভোট, আত্মীয়-স্বজনের ভোট এবং আশপাশের মানুষের ভোটও ধানের শীষের পক্ষে আনতে হবে। একজন কর্মী যদি ১০ জনকে বোঝাতে পারেন, তাহলে সেটাই ধীরে ধীরে বিশাল শক্তিতে পরিণত হবে।”

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “মানুষ তারেক রহমানকে ভোট দিতে চায় কারণ মানুষ তাকে ভালোবাসে। তিনি ব্যক্তি হিসেবে ভালো, তার পরিবার এই দেশের জন্য ভালো কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও করবেন।”

তিনি তারেক রহমান ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু হবে, বয়স্কদের ভাতা দেওয়া হবে, বস্তি উন্নয়ন করা হবে, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। বস্তি এলাকায় হাসপাতাল ও মৌলিক সেবা নিশ্চিত করা হবে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা দরকার, বিএনপি তা বাস্তবায়ন করবে।”

তিনি বলেন, “গত ১৭ বছরে দেশটাকে ফাঁপা করে ফেলা হয়েছে। টাকা বিদেশে পাচার হয়েছে, মানুষ না খেয়ে মরেছে। ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি সব ধ্বংস হয়ে গেছে। একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল যেখানে সবাই নিরাপদ—পুরুষ, নারী, হিন্দু, মুসলমান, পাহাড়ি বা সমতলের মানুষ সবাই। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাই বজায় রাখতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোট চাইতে গেলে ভালোভাবে চাইবেন। জোর-জবরদস্তি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন—দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দলে জায়গা হবে না।

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে পাবেন, যারা ব্যবসা হারিয়েছেন তারা ব্যবসা করার সুযোগ পাবেন, ব্যাংক ঋণ সহজ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”

তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ঘরে ঘরে, বাজারে বাজারে যান। মানুষকে বোঝান। ভোটের দিন সবাই আগে আগে কেন্দ্রে গিয়ে ভোট দিন। ইনশাআল্লাহ আমরা এই নির্বাচন জিতবো।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন