আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আ.লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

স্টাফ রিপোর্টার

আ.লীগ ও জাতীয় পার্টিকে ভোটের বাইরে রাখার দাবি গণঅধিকার পরিষদের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকেও ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছে দলটি।

বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় গণঅধিকার পরিষদ।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন ভোটে অংশ নিতে না পারে। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নয়। কারণ, তারা যদি অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে নির্বাচন বানচাল হতে পারে।

তিনি আরও বলেন, তারা ভোটে অংশ নিলে সেটি হবে ইসির মাধ্যমে তাদের পুনর্বাসন। এছাড়া ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, আমরা সিইসিকে জানিয়েছি-ফ্যাসিবাদের দোসর জাপা ও ১৪ দলকেও যেন ভোটের বাইরে রাখা হয়। এমনকি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে অনুষ্ঠেয় সংলাপেও যেন তাদের না ডাকা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাশেদ খাঁনের সঙ্গে দলের অন্যান্য নেতারাও উপস্থিত

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন