আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ নভেম্বর খতমে নবুওয়াতের মহা সম্মেলন

স্টাফ রিপোর্টার

১৫ নভেম্বর খতমে নবুওয়াতের মহা সম্মেলন

আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শুক্রবার সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের প্রতিনিধিদল চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এই আহ্বান জানান।

পরিষদের সদস্য সচিব আল্লামা মহিউদ্দীন রব্বানীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মহা সম্মেলনের দাওয়াত নিয়ে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে ছিলেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম। এ সময়ে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ কাশফী।

সূত্রমতে, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আহ্বান করা হয়েছে। এতে বিশ্বের খ্যাতিমান ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম দাওয়াত গ্রহণ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন