আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে রাশেদ প্রধানের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে রাশেদ প্রধানের অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাশেদ প্রধান স্বাক্ষরিত অভিনন্দন বার্তা ও ফুল বিএনপি গুলশান কার্যালয়ে পৌঁছে দেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় রাশেদ প্রধান বলেন, তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক ঐতিহাসিক মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চেতনাকে ধারণ করে তিনি দেশ, দেশের মানুষ, গণতন্ত্র এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

অভিনন্দন বার্তায় জাগপার এ নেতা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।

সবশেষে, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাশেদ প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...