বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।
হামিদুর রহমান আযাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী।
এর আগে গত ২ জানুয়ারি হলফনামায় দেওয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।
পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তিনি। সেই আপিলে আজ শনিবার প্রার্থিতা ফিরে পেলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতের এই সিনিয়র নেতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

