আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান চরমোনাই পীরের

স্টাফ রিপোর্টার

হাদির অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান চরমোনাই পীরের

ভারতীয় আধিপত্যবাদবিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তার উচু মাকামের জন্য দোয়া করছি।

বিজ্ঞাপন

ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সব শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন