গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত হয়েছে : মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, অনেকেই বলে শিবির গুপ্ত রাজনীতি করে। আমি দেখছি তারা গুপ্ত রাজনীতি করে সংগঠিত হয়েছে। ওরা আওয়ামীলীগ, ছাত্রলীগের মধ্যে ঢুকেছে। গালাগালি খেয়েছে, মামলা হয়েছে কিন্তু ওরা এই ভাবেই নিজেদের বেঁচে থাকা লড়াই করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার বেলা এগারোটায় ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতি একেবারেই সহজ নয় বরং রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয়। রাজনীতি একটা বুদ্ধিবৃত্তিক লড়াই। রাজনীতি আন্তরিকতার প্রশ্ন ও অঙ্গীকার। যারা হালকাভাবে নিয়েছিলেন তারা তিন চার নাম্বারে শেষ করেছেন।

তিনি আরো বলেন, আমাদের উপর কোন দুর্বিত্তায়নের ছাপ নেই , লুটপাট, দখলদারিত্ব নেই, নেই কোন চাঁদাবাজি অভিযোগ। তাই আমি মনে করি এখনও আমরা রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারি যদি আমরা চাই। কারণ তরুণরা এখন নতুন রাজনীতি করতে চায়, দোষ চাপাচাপির রাজনীতি দেখতে চায় না। তাই আমরা আমাদের রাজনীতি করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানাই, যারা স্বৈরাচারের বিরুদ্ধে কোন না কোনোভাবে লড়াই সংগ্রাম করেছে, ২৪ সালে একটি অসাধারণ গণজাগরণের মধ্যে দিয়ে আমরা একটি সরকারকে বসিয়েছি। এই আন্দোলনে পক্ষ নিয়ে সবাই কোন না কোনোভাবে অভ্যুত্থানে জড়িত ছিলেন। তেমন একটা গণতান্ত্রিক, সাংস্কৃতিক রাজনীতি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ করে। এই রাজনীতিকে আমি ইতিবাচক-ভাবে দেখতে চাই। ডাকসু নির্বাচনে কোনো বড় ধরনের সহিংসতা, সংঘাত বা সংঘর্ষ হয় নাই। এই রাজনৈতিক সহিষ্ণুতাকে আমি ধন্যবাদ জানাই। অনেকের মন খারাপ হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের অভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের রাজনৈতিক অভিযাত্রা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, ভাষার লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভূতে যেমন পিছনে হাঁটে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার যাত্রাকে কিছুটা বিপরীত দিকে হয়তো হাঁটা শুরু হয়েছে। নির্বাচনের রায়কে কিছুটা বিচ্যুতি বা সমস্যা থাকা সত্ত্বেও আমি মনে করি বিচার বিবেচনার মধ্যে রাখা উচিত।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত