আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই ছাত্র সংসদ নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

দুই ছাত্র সংসদ নির্বাচন পেছানোয় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন পেছানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এই নিন্দা জানিয়ে বলেন, পূর্বনির্ধারিত শাকসু নির্বাচন আজ নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিতের ঘোষণা এসেছে। গতকাল রোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন কয়েক দফা পিছিয়ে ছাত্রদের তোপের মুখে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগেও প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করা এবং বারবার পিছিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী প্রকাশ্য অবস্থান নিয়েছে। দুঃখজনক বিষয় হলো, ক্যাম্পাসসমূহে সাধারণ শিক্ষার্থীদের অধিকার—ছাত্র সংসদ নির্বাচন—তারা শুধুমাত্র হারার ভয়ে হতে দিতে চায় না। অথচ জুলাই-পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করা ছিলো সরকারের দায়িত্ব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন