আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জানালেন রাশেদ প্রধান

ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক শেষ করেছেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’

এদিকে, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘১১-এর মধ্যে ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...