আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শুক্র ও শনিবার তারেক রহমানের যে কর্মসূচি

স্টাফ রিপোর্টার

শুক্র ও শনিবার তারেক রহমানের যে কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন। দেশে গণসংবর্ধনা পান তিনি। এরপর চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল যান তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, লন্ডন থেকে দেশে আসা, দেশে এসে গণসংবর্ধান দীর্ঘ যাত্রায় ক্লান্ত তারেক রহমান। বিশ্রাস শেষে আগামীকাল শুক্রবার থেকে তিনি কর্মসূচি শুরু করবেন। প্রথমদিনে (শুক্রবার) জুমার নামাজের পর তারেক রহমান যাবেন রাজধানীর শেরেবাংলা নগরে। সেখানে তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। জিয়ার সমাধি থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

এরপর পরেরদিন শনিবার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশনে যাবেন। সেখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে ইনকিলাব মঞ্চের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর পরে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি সেখানে যাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন