আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: মঈন খান

স্টাফ রিপোর্টার
নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: মঈন খান
ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে।’

বুধবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন : বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ নামের একটি সংগঠন।

বিজ্ঞাপন

সেমিনারে মঈন খান বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তাহলে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক না কেন তা নিয়ে এত ভাবনার কারণ নেই।

এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না। তিনি বলেন, ‘অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে। যারা এই দাবি তুলেছেন তাদের উচিত এ নিয়ে জনগণের ওপর জরিপ পরিচালনা করা। তখনই বোঝা যাবেÑমানুষ প্রচলিত নিয়মে ভোট চায়, নাকি পিআর চায়।

সেমিনারে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন ২৬টি দেশে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে করা গবেষণার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। গবেষণায় দেখা যায়, ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন