আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিডিএসএফের রাজনৈতিক বক্তৃতামালায় মজিবুর রহমান মঞ্জু

গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে ফের পথে নামবে ‘জেন-জি’রা

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে ফের পথে নামবে ‘জেন-জি’রা

অভ‍্যুত্থানের অংশীদার পক্ষগুলোর বিভেদ এবং ভুলের কারণে পৃথিবীতে বেশিরভাগ বিপ্লব ও গণঅভ্যুত্থান চূড়ান্ত সফলতার মুখ দেখেনি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ২৪ এর গণঅভ্যুত্থানের অঙ্গীকার লঙ্ঘিত হলে জেনজি’রা আবার রাজপথে নামবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।

বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ) আয়োজিত রাজনৈতিক বক্তৃতামালার ১ম পর্বে ‘কেমন বাংলাদেশ দেখতে চায় এবি পার্টি?’ বিষয়ে স্পিকার গেস্ট হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। এতে ‘বিএনপির চোখে আগামীর বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানটি সোমবার বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাবিদিন ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির নীতি, আদর্শ ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজনীতি দুটি ধারা নিয়ে আমরা যথেষ্ট পর্যালোচনা করেছি। মতাদর্শিক ধারার রাজনীতি গঠনমূলক, শক্তিশালী সাংগঠনিক ভিত ও সুশৃঙ্খল রাজনৈতিক দল তৈরিতে সহায়ক হয়, তবে এরকম দলগুলো জনমুখী না হয়ে নির্দিষ্ট এক্সক্লুসিভ বলয় তৈরি করে।

এদের দ্বারা বিপ্লব হতে পারে, কিন্তু গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় এদের সাফল‍্য কম। পক্ষান্তরে মতাদর্শিক ধারার বাইরের দলগুলো জনমুখী ইনক্লুসিভ বলয়ে ব‍্যাপৃত হলেও তাদের দ্বারা সুশাসন ও দুর্নীতিমুক্ত ব‍্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়না। এবি পার্টি তাই সমস‍্যা সমাধান মূলক, কর্মসূচি ভিত্তিক নতুন ধারার রাজনৈতিক দল গঠনে উদ্যোগী হয়েছে যার নীতি হলো মধ‍্যপন্থা, গণতন্ত্র এবং সামাজিক সংস্কার।

নতুন প্রজন্ম মতাদর্শিক বিভেদের চাইতেও সমস‍্যা সমাধানমূলক ঐক্যবদ্ধ নীতির প্রতি বেশী আগ্রহী বলে তিনি অভিমত দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনাব মঞ্জুকে দলে নারীর অংশগ্রহণ, কারিগরি শিক্ষা বিস্তারে দলের নীতি, পিআর পদ্ধতির নির্বাচন, জাতীয় ঐকমত‍্য কমিশনে সংস্কার প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...