গণতন্ত্র ছাড়া মিডিয়া সঠিক দায়িত্ব পালন করতে পারবে না: আমির খসরু

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৩: ৪১
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি বলেছেন, অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে, মিডিয়ার উপরে তত বেশি চাপ বাড়তে থাকবে। বাংলাদেশে যতদিন গণতন্ত্র পুনঃ:প্রবর্তন করা না যাবে; মিডিয়া ততদিন সঠিকভাবে ভূমিকা পালন করতে পারবে না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের গণতান্ত্রিক, রাজনৈতিক এবং সংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। সে জায়গায় এখনো আমরা যেতে পারিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, গণতন্ত্র আর মিডিয়া হাতে হাত রেখে চলে। গণতন্ত্র যত বেশি অনুপস্থিত থাকবে, গণতান্ত্রিক অর্ডারের অনুপস্থিতি যত বেশি দিন থাকবে, গণতান্ত্রিক সরকারের অনুপস্থিতি যত বেশি দিন বাড়তে থাকবে; মিডিয়ার উপর তত বেশি চাপ বাড়তে থাকবে।

এ সময় জামায়াত ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত ১৬ বছরের গণহত্যাসহ সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই, সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরলে, নিজেদের মধ্যে বিভাজন দেখা দিলে দিনশেষে সাংবাদিকদেরই ক্ষতির শিকার হতে হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমরা সুন্দরভাবে যেন লিখতে পারি, বলতে পারি এটুকুই আমরা চাই। সাংবাদিকদের এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার কিছু নাই বলে আমি মনে করি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত