৮ দলের সমাবেশ শুরু, ব্যাপক লোকসমাগম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৪: ৫৫

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আশপাশের সড়কে ছড়িয়ে পড়েছে।রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন তারা। পল্টন মোড় দিয়ে সব সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

সমাবেশ মঞ্চে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত