জুলাইয়ে সংস্কার, ডিসেম্বর-এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ২০: ৫৫
আপডেট : ০২ জুন ২০২৫, ২১: ১১

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 'সংস্কারের বিষয়ে আমরা আলোচনা করেছি। জুলাইয়ের মাঝে সংস্কার শেষ করতে হবে। বেশিরভাগ বিষয়ে একমত। কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে, কাল থেকে সকল দলকে একসাথে করে বৈঠক করে তা ঠিক করার চেষ্টা করা হবে। যে সমস্ত বিষয় মৌলিক কিন্তু একমত হচ্ছে না, তাও আলোচনার মাধ্যমে ঠিক করা যাবে বলে মনে করি। একেবারে একমত না হলে কী করা যাবে তা নিয়ে আলোচনা করবো।'

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'জুলাইয়ের মধ্যে রিফর্ম হবে। তারপর একটি জুলাই সনদ হবে, তাতে আমরা সকল দল নীতিগত একমত এই চার্টারে আমরা স্বাক্ষর করবো।'

তিনি বলেন, 'আলোচনা হয়েছে নির্বাচনের তারিখ নিয়ে, ড. ইউনূসের প্রতি আস্থা আমরা পুনর্ব্যক্ত করেছি। একটা সফল সুন্দর নির্বাচন হোক তা-ই চেয়েছি। নির্বাচনের তারিখের বিষয়ে তিনটি বক্তব্য এসেছে। কিছু রাজনৈতিক দল ডিসেম্বরে চেয়েছেন। আমাদের থেকে আমরা বলেছি মে এবং জুন মাসে নির্বাচন করার জন্য উপযুক্ত সময় নয়। সে অনুযায়ী প্রধান উপদেষ্টার কমিটমেন্ট রাখতে গেলে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝে নির্বাচন করা যায়। আমরা বলেছি, এর মাঝে একটা তারিখ ঘোষণা করুন। আমরা কোনো তারিখ বলতে চাই না। ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝে একটা তারিখ দিলে জনমনে যে শঙ্কা এবং অস্বস্তি আছে, তা ঠিক হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা নিয়ে মনোযোগী হবে।'

বাংলাদেশের বাইরে ১ কোটি ১০ লাখ প্রবাসী আছে, যারা রেমিট্যান্স দিয়ে এদেশের অর্থনীতিকে সচল রেখেছে। তাদেরকে ভোটে সংশ্লিষ্ট করতে হবে। এজন্য যে কর্মযজ্ঞ শুরু হয়ে যাওয়া উচিত, তা নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগ নিতে দেখছি না। এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা প্রহসনমূলক নির্বাচন চাই না। তাই প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতা যাতে তৈরি হয়, এজন্য সংশ্লিষ্ট প্রশাসনিক জায়গাগুলো ঠিক করতে হবে। আগে থেকে কাজ করে উৎসবমুখর নির্বাচন চাই। এই বিষয়গুলো নির্বাচনের অনেক আগেই ঠিক করতে হবে।

ডিসেম্বরে নির্বাচন হলে আপত্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা প্রস্তুতি নিয়ে সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রবাসীদের ভোটের বিষয় ঠিক করে ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝে যেকোনো সময়ে নির্বাচন দিলেই আমাদের জন্য ঠিক আছে।'

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত