আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই ঘোষণাপত্র কখন হবে, প্রশ্ন শিবির সভাপতির

স্টাফ রিপোর্টার

জুলাই ঘোষণাপত্র কখন হবে, প্রশ্ন শিবির সভাপতির
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শুক্রবার রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন— জুলাই ঘোষণাপত্র কখন হবে?

তারা আরও বলেন, ‘আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর আপনারা ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই?’

বিজ্ঞাপন

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন শিবির সভাপতি।

তিনি বলেন—তাদের এসব প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুই জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন—জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না? আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে, ইনশাআল্লাহ।

শিবির সভাপতির এই স্ট্যাটাসের বিষয়টি সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে সত্যতা নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...