আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসিতে প্রথম দফার শুনানিতে ২৬ আপিল নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার

ইসিতে প্রথম দফার শুনানিতে ২৬ আপিল নিষ্পত্তি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।

ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রাথী তাসনিম জারাও রয়েছেন। তবে ছয়জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে। এছাড়া চার জন প্রার্থীকে আরো কিছু প্রমাণপত্র দাখিল করতে সময় দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এ সময়কালে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭২৩ জনের।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে ১ হাজার ৮৪২ জনকে বৈধ ঘোষণা করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...