ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে। বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করা হবে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই দিয়েছেন। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশেই আধুনিক উন্নত সব চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
শনিবার জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহর পরিচালনায় ও থানা সেক্রেটারি ইমাম হোসেনর ব্যবস্থাপনায় আরামবাগ হাইস্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলেমদের সঙ্গে মতবিনিময়:
শনিবার সকালে মতিঝিলের এক হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে স্থানীয় ইমাম-খতিব ও আলেমদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপস্থিত ছিলেন পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, মুফতি মহিউদ্দিন কাসেমী, অধ্যক্ষ ড. মাওলানা মহি উদ্দিন, মাওলানা আ ন ম হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান প্রমুখ।

