আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রশাসন আমাদের সাথে ফ্যাসিস্ট আচরণ করছে : আফরোজ ইমি

স্টাফ রিপোর্টার
প্রশাসন আমাদের সাথে ফ্যাসিস্ট আচরণ করছে : আফরোজ ইমি

ডাকসু ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, এই প্রশাসন গত ডাকসু নির্বাচনি প্রশাসনের চেয়েও দায়িত্বজ্ঞানহীন এবং বাজে আচরণ করছে। আমাদের কোন বক্তব্য না নিয়ে এই প্রশাসন ফ্যাসিস্ট আচরণ করছে।

ইমি বলেন, ডাকসু নির্বাচন কমিশন যেহেতু প্রার্থীদের কোন কথা শুনবে না সেহেতু সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনি আচরণবিধি জানিয়ে দিতে পারত। সিনেটে ডেকে এনে আমাদের প্রচারণার এই প্রথম ঘন্টা অপচয় না করলেই বেশি ভালো হতো।

বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, সাংবাদিকরাই নিউজ করেছেন যে, গত এক সপ্তাহ ধরে কিন্তু রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলগুলো কিন্তু বিধিমালা ভেঙে প্রচারণা করেছে এবং মেয়েদের হলে মেয়েদের থাকা নিয়ে যে সতর্কতা দেওয়া হয়েছে তা আমাদের গ্রহণযোগ্য মনে হয় নাই।

তিনি আরও বলেন, এই নির্বাচনের আগে বিভিন্ন বিভাগের পরীক্ষা বিশেষ করে ৭ তারিখেও সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে। একজন প্রার্থীও তো শিক্ষার্থী সুতরাং পরীক্ষার কারণে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

নির্বাচনি পরিবেশ সম্পর্কে ভিপি প্রার্থী ইমি বলেন, কয়েকটি দল ইতিমধ্যেই নির্বাচনের পরিবেশ কলুষিত করে ফেলেছে এবং প্রশাসনও একপাক্ষিক আচরণ করছে যা আমাদের ক্ষুব্ধ করে তুলছে। প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

প্রশাসন প্রার্থীদের মিটিংয়ে ডেকেও কোন কথা শুনে না সুতরাং তাদের বিষয়ে কথা বলে কি লাভ হবে?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন