স্টাফ রিপোর্টার
জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। আজ মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সূত্রমতে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। সে সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের।
এর আগে বিভিন্ন দাবিতে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।
জামায়াতের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ প্রেস ব্রিফিং করা হবে। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং হবে।
অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে।
বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। ৪ অক্টোবর খেলাফত মজলিসের একটি নির্বাচনি মতবিনিময় কর্মসূচি রয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটির মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের জানিয়েছেন। এছাড়া নতুন কর্মসূচির বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে নেজামে ইসলাম পার্টি।
জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। আজ মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলন ও প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে অভিন্ন এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সূত্রমতে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। সে সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের।
এর আগে বিভিন্ন দাবিতে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।
জামায়াতের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়, আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ প্রেস ব্রিফিং করা হবে। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং হবে।
অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে।
বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। ৪ অক্টোবর খেলাফত মজলিসের একটি নির্বাচনি মতবিনিময় কর্মসূচি রয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটির মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের জানিয়েছেন। এছাড়া নতুন কর্মসূচির বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে নেজামে ইসলাম পার্টি।
ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (আইআরআই) প্রতিনিধি দল। বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৩ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাস করে পরে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে।
১ ঘণ্টা আগেবৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রক্রিয়া, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগেনিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে