বিমান বিধ্বস্তে আহতদের জন্য যুবদলের স্বেচ্ছায় রক্তদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৩: ৫৮
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৪: ১২

উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য সেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বুথে এই কার্যক্রম উদ্বোধন করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

jubodal-1

এসময় মোনায়েম মুন্না বলেন, বিএনপি সব সময় মানবিক দুর্যোগে পাশে থাকে। সোমবার মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একই সঙ্গে যুবকদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলো পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তা হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য আজকে রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। তার মধ্য ১০ ব্যাগ নেগেটিভ রক্ত সংগ্রহ হয়।

যুবদলের মেডিকেলে টিমের সদস্যরা হলেন- ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা. গালিব হাসান, ডা. বেলাল হোসেন নাজিম, ডা. ইয়াসিন আরাফাত বিপুল ও ডা. জাকিয়া সুলতানা মিতা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত