আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাশেদ খাঁনের পোস্ট

কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ায় প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ায় প্রতিবাদ

জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান দেন তিনি। মেজর আখতারকে জামায়াতে নেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার তার নিজের ফেসবুক আইডিতে পুরানো একটি টকশোর ভিডিও পোস্ট করে এ প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

ওই ভিডিওর ক্যাপশনে রাশেদ খাঁন লেখেন, ‘‘যারা কোটা আন্দোলন করছে, তারা সবাই রাজাকার: নব্য জামায়াত নেতা মেজর আক্তারুজ্জামান (বলেছিলেন)।’’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালিন সময়ে মেজর আখতার আমাকে রাজাকার বলেছিল এই টকশোতে। আমার ব্যাকগ্রাউন্ড খুঁজলেই নাকি পাওয়া যাবে সবকিছু। শেখ হাসিনা যে কথা বলেছিল, সেই একই কথা বলেছিল এই নব্য জামায়াত নেতা। তাহলে কি শেখ হাসিনাও জামায়াতে জায়গা পাবে?

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও লেখেন, অবাক হয়নি, ব্যথিত হয়েছি। আমি মনে করি, জামায়াতের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মীও আহত হয়েছে! ক্ষমতায় যাওয়ার জন্য সমাজের নিকৃষ্ট মানুষদেরকে দলে জায়গা দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থি! এই গাদ্দারকে জামায়াত দলে রাখে নাকি বাদ দেয়, দেখার অপেক্ষায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন