আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইশরাকের

স্টাফ রিপোর্টার
হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইশরাকের

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জড়িতদের দূরত্ব গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

ইশরাক লেখেন, শরিফ ওসমান হাদির ওপর ‘কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হত্যাচেষ্টার হামলা’ চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ‘নর্দমার কীট’ উল্লেখ করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থা করেন।

পোস্টে তিনি আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা

হাদির ওপর গুলির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করার দাবি

হাদির মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন: বিশেষ সহকারী

এলাকার খবর
খুঁজুন