আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার ‘শাপলা’ চাইলো অপর একটি নিবন্ধিত দল

স্টাফ রিপোর্টার
এবার ‘শাপলা’ চাইলো অপর একটি নিবন্ধিত দল

`শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটি প্রতীক হিসেবে শাপলা পেতে অনড়, আর ইসি নানান যুক্তি দাঁড় করিয়ে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দিল ইসির কাছে শাপলা প্রতীক দাবি করে বসেছে। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক ‘ডাব।

বিজ্ঞাপন

সোমবার প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান ইসিতে আবেদনপত্রটি জমা দেন।

বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে।

পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়।

তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় শেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন