আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ

জাতীয় নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে একটি লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ ওয়ার্কশপে জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষে মাঠ ব্যবস্থাপনা, ভলান্টিয়ারিং, সাংগঠনিক সমন্বয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে আদর্শিক নেতৃত্ব গঠন, শৃঙ্খলাবদ্ধ সংগঠন গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল কর্মীবাহিনী তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...