আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি পরিচালনা কমিটি ঘোষণা

আমার দেশ অনলাইন
ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনি পরিচালনা কমিটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবীর নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু ও সাবলীলভাবে এগিয়ে নেওয়ার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন নবীউল্লাহ নবী, আহ্বায়ক হিসেবে জামসেদুল আলম শ্যামল ও সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি।

বিজ্ঞাপন

এ ছাড়াও কমিটির সদস্য পদে রয়েছেন- মীর হাসান কামাল তাপস, আনিসুজ্জামান, আবুল হাশেম, অধ্যক্ষ মাহবুবুল আলম, আব্দুল হাই পল্লব, জাহিদ আল লতিফ খোকা, মঞ্জুরুল আলম খান রানা, আব্দুল আজিজ, রাজু মোল্লা, মাসুদ রানা ও মো. তুহিন ইসলাম।

আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনি এলাকায় বেশ কয়েকটি শোডাউন, ওয়ার্ড ও ইউনিটে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করেছেন কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন