আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

স্টাফ রিপোর্টার
কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’। মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়—যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ১০টায় মিছিলটি জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন—ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী।

নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়—ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন—এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।

গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন