শাহজালাল কার্গো সেকশনে আগুন

স্টাফ রিপোর্টার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দলটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি এই ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আকাংখার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসর’রা জোরালোভাবে নানা ধরণের সহিংস কর্মকান্ড শুরু করেছে।”
তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজকের আগুন লাগার ঘটনাকে একই সূত্রে গাঁথা উল্লেখ করে বলেন, “এসব অগ্নিকান্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ^াস করে। দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও সদা তৎপর রয়েছে।”
মির্জা ফখরুল দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদার’রা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।” তবে তিনি বিশ্বাস করেন, “বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবেনা।”
বিএনপি মহাসচিব অবিলম্বে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি অগ্নিকাণ্ডে আহতদের আশু সুস্থতাও কামনা করেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দলটির সহ-দফতর সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপুর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি এই ঘটনাকে 'পূর্ব পরিকল্পিত নাশকতা' হিসেবে মন্তব্য করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ছাত্র-জনতার আকাংখার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসর’রা জোরালোভাবে নানা ধরণের সহিংস কর্মকান্ড শুরু করেছে।”
তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজকের আগুন লাগার ঘটনাকে একই সূত্রে গাঁথা উল্লেখ করে বলেন, “এসব অগ্নিকান্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ^াস করে। দেশকে অস্থিতিশীল করতে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুরা এখনও সদা তৎপর রয়েছে।”
মির্জা ফখরুল দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের অংশীদার’রা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।” তবে তিনি বিশ্বাস করেন, “বাংলাদেশের পক্ষের শক্তি সর্তক থাকলে বাংলাদেশকে আর নৈরাজ্যের গভীর অন্ধকারে নিক্ষেপ করা যাবেনা।”
বিএনপি মহাসচিব অবিলম্বে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি অগ্নিকাণ্ডে আহতদের আশু সুস্থতাও কামনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর একদিন পরই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। অর্থাৎ, এখনো ৬৪ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হয়নি। চলতি নভেম্বর মাসের মধ্যেই এসব আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে দ
২৬ মিনিট আগে
মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই সুযোগ অবধারিতভাবেই ফিরে আসবে। পরাজিত শক্তি এ কারণেই নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি—জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে “জুলাই সনদ” বাস্তবায়ন নিশ্চিত করুন।
৫ ঘণ্টা আগে
নেতৃবৃন্দ বলেন, “এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী” দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,
৭ ঘণ্টা আগে
তারেক রহমান ওই পোস্টে লেখেন, ‘আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই- যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত মতামত সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভ
৭ ঘণ্টা আগে