বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার নীতিমালা করলে টেলিকমসহ সব নীতিমালা নির্বাচিত সরকার রিভিউ করবে। বেস্ট, ফাস্ট ও সিকিউরড নেটওয়ার্ক তৈরিতে নতুন টেলিকম নীতিমালায় স্পেকট্রাম ও ব্রডব্যান্ডের বিকাশে দেশী-বিদেশী উদ্যোক্তাদের মধ্যে কোনও বৈষম্য রাখা যাবে না বলে মনে করেন।
শনিবার বিকালে ঢাকার একটি হোটেলে টিআরএনবি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, বিটিআরসি'র স্বাধীনতা ধ্বংস করে গত ১৪/১৫ বছরে টেলিকম খাত ধ্বংস করা হয়েছে। তাই আইসিটি ও টেলিকম খাতে বড় ধরনের পরিবর্তন দরকার। দেশী বিনিয়োগ, কর্মসংস্থান ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাই পলিসি করার ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে।
গোলটেবিল বৈঠকে টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণসংহতির সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, আব্দুন নূর তুষার প্রমুখ।

