আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) বিকেল ৩ টায় শাহবাগে (জাতীয় জাদুঘরের সামনে) ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড় অবরোধ কর্মসূচি থেকে তিনি এ ঘোষণা দেন।
বাংলাদেশে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও তার দোসররা রাজনীতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে আমরা যারা এক ছিলাম -ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসাথে লড়াই করেছি সে ২২ টি দল আমরা একসাথে বসেছি। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার দাবি করেছে।
ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা দল সংহতি সমাবেশে উপস্থিত থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামীলীগ গেছে যেই পথে -জাপা যাবে সেই পথে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই, জাতীয় পার্টিসহ ১৪ দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

