সব দল এখন বিএনপির পেছনে লেগেছে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার, ঢাকা জেলা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০: ৪৬
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২১: ১০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন আটকানোর শক্তি কারো নেই । রাজনৈতিক দল সবগুলো মিলে এখন বিএনপির পেছনে লেগেছে, বোঝা যাচ্ছে—সব দল যদি এক হয়ে ৩০০ আসনে নির্বাচন করে; আর বিএনপি এককভাবে তাদের বিপক্ষে নির্বাচন করলে সব দলগুলোই বিএনপির কাছে ধরাশায়ী হবে। ৩০০ আসনেই বিএনপি জয়লাভ করবে।

শনিবার বিকাল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন—যথাসময়ে সংস্কার করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দিতে হবে। সাধারণ মানুষের ভোটের অধিকার ফেরত দিতে হবে। জনগণের ১০ দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. নিপুন রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত