
নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জেএম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশী দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়নপ্রত্যাশী যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আমার দেশকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সব নেতা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যক্তির পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদের আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশী নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোদগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এ সময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।
এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্ক্রিয়।
বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ও চার ভাগে বিভক্ত বরিশাল মহানগর বিএনপি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নেতারা। গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে জেলা মহানগর বিএনপির শীর্ষ নেতারা ও দলটির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জেএম জাহিদ হোসেন, বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, একই আসনে মনোনয়নপ্রত্যাশী দলের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার এবং অপর মনোনয়নপ্রত্যাশী যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আমার দেশকে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের বিভক্তি কেন্দ্রীয় নেতাদের নজরে আসে। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বিএনপি কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সব নেতা ধানের শীষকে বিজয়ী করতে মনোনীত ব্যক্তির পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নাছরিন বলেন, কেন্দ্রীয় নেতাদের আমরা কথা দিয়েছি দলের যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তবে সবাই যে একই ব্লকে যুক্ত হয়েছি তা নয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে বলেন, জেলা সদর আসনে মনোনয়নপ্রত্যাশী নেতারা জনসংযোগ করতে গিয়ে কিংবা সভা সমাবেশে প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন। এতে ব্যক্তির নয়, বরং বিএনপিরই ক্ষতি হচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে একে অপরের বিরুদ্ধে বিষোদগার না করার অনুরোধ করাসহ যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার জন্য বলা হয়। এ সময় উপস্থিত সবাই নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ বিভেদ ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে কার করবেন বলে জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন বরিশাল মহানগর বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সরোয়ারের বলয় থেকে বেরিয়ে চারটি বলয়ে বিভক্ত হয়। ভিন্ন ভিন্নভাবে দলীয় কর্মসূচি পালন করছিলেন তারা।
এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন সরোয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজস্ব রাজনৈতিক বলয় গড়েন। এর আগে তিনি সাবেক মেয়র আহসান হাবিব কামালের বলয়ে ছিলেন। এছাড়া অনেক ত্যাগী ও রাজনীতিতে পোড়খাওয়া নেতাকর্মীরা রাজনীতিতে রয়েছেন নিষ্ক্রিয়।
বর্তমানে বরিশাল বিএনপিতে সক্রিয় চারটি গ্রুপ ও একাধিক উপগ্রুপ থাকায় অনেকটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার অংশ হিসেবেই রাজধানীতে এই বৈঠক আয়োজন করা হয়।

পতিত আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে দেশে পর্দানশীন নারীদের বৈঠক করা যেন ছিল অঘোষিত অপরাধ। বিশেষ করে মহিলা জামায়াতের নেতাকর্মীদের একসঙ্গে বসা অনেকটাই অসম্ভব ছিল। ইসলামী বইপত্র নিয়ে এ ধরনের কোনো কর্মকাণ্ডের খবর পেলেই ‘জঙ্গি সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগ তোলা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাব
৩৪ মিনিট আগে
জোটসঙ্গী হিসেবে দীর্ঘ দুই যুগ ধরে একসঙ্গে পথ চলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পাশাপাশি তারা সম্মিলিতভাবে সরকারও চালিয়েছে। তবে জুলাই বিপ্লবের পর থেকেই দল দুটি একে অপরের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শনিবার সকালে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদের কমিশনের কার্যালয়ে বৈঠকটি হবে সকাল ১০টায়।
৫ ঘণ্টা আগে
শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে রাসূলের (সা.) সীরাত অনুযায়ী দেশ পরিচালিত না হওয়া মুসলমান হিসেবে লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
৬ ঘণ্টা আগে