আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামী সমাজ বিনির্মাণে দাঈদের ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার

ইসলামী সমাজ বিনির্মাণে দাঈদের ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ আয়োজিত দাঈ সম্মেলনে বক্তারা বলেছেন, দাওয়াতই ইসলামের প্রাণ, আর দাঈরা হচ্ছেন সমাজ সংস্কারের অগ্রদূত। এসময় আগামীতে ইসলামী সমাজ বিনির্মাণে সকল দাঈ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী, তরুণ দাঈ ও আলেম-উলামার উপস্থিতি ছিলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে বক্তারা ইসলামে 'বুদ্ধিবৃত্তিক দাওয়াহ'র গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মের তরুণদের নৈতিক, আত্মিক ও জ্ঞানগত বিকাশে দাঈদের ভূমিকার ওপর বিশেষভাবে আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অভিভাবক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী তা'লীম তরবিয়ত ও দাওয়াহর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ দ্বীনের তা'লীম ব্যতীত ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে আমরা ইসলামী শরীয়াহ কায়েম করতে পারব না।

আরও বক্তব্য রাখেন, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা লুৎফুর রহমান ফরাইজি, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ওবায়দুল্লাহ মাদানি, মাওলানা জুনায়েদ কাসেমী।

অনুষ্ঠানে তরুণদের মাঝে দাওয়াতি কর্মপন্থা বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক পরিকল্পনা গৃহীত হয়।

সম্মেলনের আয়োজক ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের নেতারা বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দাঈদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, তাদের কর্মপন্থা সমন্বয় করা এবং সমাজে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার কার্যকর কৌশল নির্ধারণ করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন