আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত জোট ছাড়া নিয়ে ইসলামী আন্দোলনের শূরায় মতবিরোধ

স্টাফ রিপোর্টার

জামায়াত জোট ছাড়া নিয়ে ইসলামী আন্দোলনের শূরায় মতবিরোধ

চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যেতে চায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির মজলিসে শূরায় মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দুপুরে সর্বোচ্চ ফোরামের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সূত্রমতে, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দফায় দফায় বৈঠক হয়। সেখানে দলটিকে ৪৫টি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এতে রাজি হয়নি ইসলামী আন্দোলন। তারা ৬০-৭০টি আসন চায়। চাহিদামতো আসন না পেলে ১১ দলের সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটি।

বিজ্ঞাপন

এদিকে জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক হয়। সেখানে শূরা সদস্যদের মতবিরোধ দেখা দেয়। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক ডাকা হয়েছে। বাদ জোহর এ বৈঠক হবে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিসে শূরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রকম মতামত এসেছে। সেই মতামতগুলো বিশ্লেষণ করা হবে কার্যকরী পরিষদে। এই আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে এখন পর্যন্ত ১১ দলীয় সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

এসআই/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...