আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার

কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না: সালাহউদ্দিন
ছবি: আমার দেশ

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেফতার করা যায় না, ইমাম-খতিবরাতো দূরকিবাত। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।’

সবাইকে নিয়ে একসঙ্গে থাকার অঙ্গীকার করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের নবযাত্রা শুরু হয়েছে।’

সালাহউদ্দিন আরো বলেন, ‘দুনিয়ার কোনো কার্যক্রমকে যেন মসজিদে প্রশ্রয় না দেয়া হয়। রাজনৈতিক চর্চার অনেক জায়গা রয়েছে। ইমামদের যেন আমরা বিতর্কের উর্ধ্বে রাখি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন