আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেলানীর বাড়িতে জামায়াত আমির

সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না

সীমান্তে আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানীর কবর জিয়ারত শেষে এ মন্তব্য করে তিনি।

বিজ্ঞাপন

এদিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নিজ বাড়িতে শায়িত ফেলানী খাতুনের কবর জিয়ারত করেন তিনি।

এসময় জামায়াত আমির ফেলানীর মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান।

নিহতের পরিবারকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন। ফেলানী হত্যার ন্যায় বিচার নিশ্চিতে পাশে থাকার ঘোষণা দেন ড. শফিকুর রহমান। সীমান্তে বিএসএফের আর কোনো হত্যা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।

এসময় নিহত ফেলানীর পরিবারের সদস্য, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত আমির।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন